ভারতের পার্লামেন্ট বা সংসদ

  • ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ।
  • ভারতীয় সংবিধানের 7৯-১২২ ধারায় ভারতের সংসদের গঠন, ক্ষমতা এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়েছে।
  • সংবিধানের ৭৯নং ধারা অনুসারে রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লােকসভা—এই তিনটি অংশকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়।